আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে রংপুরে বিভিন্ন মহলের শোক

রংপুর অফিস

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে রংপুরে বিভিন্ন মহলের শোক

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন মহল।

বিজ্ঞাপন

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এক শোকবার্তায় বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজের অন্যতম প্রেরণাদাত্রী। তাঁর কর্ম, আদর্শ ও নৈতিক অবস্থান আজীবন আমাদের প্রেরণা জোগাবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কোভিদ মানিক, বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল।

জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান এবং জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম ও মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, এনসিপির সমন্বয়ক আলমগীর নয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন