উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাত্র দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের একাধিক গ্রাম। রোববার সকাল ৮টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে শতাধিক কাঁচা ও কিছু ইটের ঘরবাড়ি ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং কৃষিজমির ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
ক্ষতিগ্রস্ত কৃষক নাজমুল হোসেন বলেন, হঠাৎ এমন ঝড় উঠবে ভাবতেই পারিনি। চোখের সামনে ঘরের চাল উড়ে গেল, ভেতরের জিনিসপত্র ভিজে একাকার। পরিবার নিয়ে এখন পাশের স্কুলে আশ্রয় নিয়েছি। একই এলাকার সিরাজুল ইসলাম বলেন, আমার ধানক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জমিতে দাঁড়ানো ফসল এখন পানির নিচে। সংসার চালানোই এখন চিন্তার বিষয়। বাড়ি ভেঙে যাওয়ায় মাথায় আঘাত পেয়েছে আমার ছেলে, এখন হাসপাতালে ভর্তি রয়েছে।
অন্যদিকে কুতুব গ্রামের সফিয়ার রহমান জানান, ঘরবাড়ি ভেঙে সব শেষ। বাচ্চারা কাঁদছিল, কোথায় আশ্রয় নেব বুঝতে পারছিলাম না। এখন প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের বাঁচার উপায় নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজিবুল করীম জানান, ঘূর্ণিঝড়ে অন্তত কয়েক শতাধিক পরিবারের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের টিম মাঠে নেমেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাত্র দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের একাধিক গ্রাম। রোববার সকাল ৮টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে শতাধিক কাঁচা ও কিছু ইটের ঘরবাড়ি ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং কৃষিজমির ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
ক্ষতিগ্রস্ত কৃষক নাজমুল হোসেন বলেন, হঠাৎ এমন ঝড় উঠবে ভাবতেই পারিনি। চোখের সামনে ঘরের চাল উড়ে গেল, ভেতরের জিনিসপত্র ভিজে একাকার। পরিবার নিয়ে এখন পাশের স্কুলে আশ্রয় নিয়েছি। একই এলাকার সিরাজুল ইসলাম বলেন, আমার ধানক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জমিতে দাঁড়ানো ফসল এখন পানির নিচে। সংসার চালানোই এখন চিন্তার বিষয়। বাড়ি ভেঙে যাওয়ায় মাথায় আঘাত পেয়েছে আমার ছেলে, এখন হাসপাতালে ভর্তি রয়েছে।
অন্যদিকে কুতুব গ্রামের সফিয়ার রহমান জানান, ঘরবাড়ি ভেঙে সব শেষ। বাচ্চারা কাঁদছিল, কোথায় আশ্রয় নেব বুঝতে পারছিলাম না। এখন প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের বাঁচার উপায় নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজিবুল করীম জানান, ঘূর্ণিঝড়ে অন্তত কয়েক শতাধিক পরিবারের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের টিম মাঠে নেমেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৫ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে