দুই মিনিটের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৪: ৩৩

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাত্র দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের একাধিক গ্রাম। রোববার সকাল ৮টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে শতাধিক কাঁচা ও কিছু ইটের ঘরবাড়ি ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং কৃষিজমির ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

ক্ষতিগ্রস্ত কৃষক নাজমুল হোসেন বলেন, হঠাৎ এমন ঝড় উঠবে ভাবতেই পারিনি। চোখের সামনে ঘরের চাল উড়ে গেল, ভেতরের জিনিসপত্র ভিজে একাকার। পরিবার নিয়ে এখন পাশের স্কুলে আশ্রয় নিয়েছি। একই এলাকার সিরাজুল ইসলাম বলেন, আমার ধানক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জমিতে দাঁড়ানো ফসল এখন পানির নিচে। সংসার চালানোই এখন চিন্তার বিষয়। বাড়ি ভেঙে যাওয়ায় মাথায় আঘাত পেয়েছে আমার ছেলে, এখন হাসপাতালে ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে কুতুব গ্রামের সফিয়ার রহমান জানান, ঘরবাড়ি ভেঙে সব শেষ। বাচ্চারা কাঁদছিল, কোথায় আশ্রয় নেব বুঝতে পারছিলাম না। এখন প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের বাঁচার উপায় নেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজিবুল করীম জানান, ঘূর্ণিঝড়ে অন্তত কয়েক শতাধিক পরিবারের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের টিম মাঠে নেমেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত