কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।
এর আগে যাচাই বাছাই শেষে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় তার মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। এরপর ইসিতে আপিল করেন তিনি।
তবে বিদেশি নাগরিকত্ব বাতিলের যথাযথ কাগজপত্র জমা না দেওয়ায় তার মনোনয়ন পেন্ডিং রাখে নির্বাচন কমিশন। পরে আজ শুনানি শেষে চূড়ান্তভাবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

