এসএসসিতে জেলার সেরা হয়েও থমকে আছে আপনের স্বপ্ন

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৮: ২৮
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৮: ৩৭

দারিদ্র্যকে উপেক্ষা করে নজরকাড়া সাফল্য অর্জন করেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার গ্রামের কিশোর নুরুন্নবী ইসলাম আপন। কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (সমমান) পরীক্ষায় কুড়িগ্রাম জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর (২৩৩০/২৬০০) পেয়ে সবার শীর্ষে উঠে এসেছে সে। তবুও তার উচ্চশিক্ষা অনিশ্চিত।

মাত্র ১৬ বছর বয়সেই সংসারের হাল ধরেছে আপন। বাবা বাচ্চু মিয়া ছ’মিল দুর্ঘটনায় পঙ্গু, মা নুরজাহান শয্যাশায়ী। দুই বোন লেখাপড়া ছেড়ে সংসারধর্মে ব্যস্ত। আপন নিজেই টিউশনি করে চালায় নিজের পড়ালেখা, ওষুধপত্র আর সংসারের খরচ। ক্লাসে সবচেয়ে মেধাবী ছাত্র হয়েও কখনও কোচিং করতে পারেনি সে।

বিজ্ঞাপন

KURIGRRAME

মোমবাতির আলোয় রান্নাঘরে পড়ে জিতেছে জীবনযুদ্ধ। বিজ্ঞান-প্রযুক্তিতে আগ্রহী আপন দু'বার উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় প্রথম হয়ে ইউএনওর হাত থেকে পুরস্কার পেয়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকলেও অর্থ সংকটে উচ্চশিক্ষা নিয়ে সে এখন দিশেহারা।

আপনের মা বলেন, সে নিজে না খেয়ে আমাদের খাওয়ায়। এত কষ্ট করেও এমন রেজাল্ট করেছে, আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হতো না।

ইউপি সদস্য এরশাদুল হক জানান, আপনের সাফল্য গ্রামের গর্ব। সরকার তার পাশে দাঁড়ানো উচিত।

নাগেশ্বরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শামীম আজম বলেন, সরকারি বা বেসরকারিভাবে কেউ সহযোগিতা করলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত