দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে হোসেন আলী ওরফে আকালু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার কুশদহ ইউনিয়নের জাইগীরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, হোসেন আলীকে শনিবার সকালে বাড়ির আগাছা পরিষ্কার করার সময় সাপে কামড় দেয়। সাথে সাথে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন দিনাজপুরে নেয়ার পরামর্শ দেয়া হয়। দিনাজপুরে নেয়ার পথে তিনি মারা যান।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দিলেও রোগীর অবস্থা খারাপ হওয়ায় দিনাজপুর রেফার করা হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

