আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবাবগঞ্জে ইউক্যালিপটাস বাগান থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

নবাবগঞ্জে ইউক্যালিপটাস বাগান থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ ও বাকী চাপাড়া মাঝামাঝি মাঠের পার্শ্বে ইউক্যালিপটাস বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। তার পরনে গোল গলার একটি কালো গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ. মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য যথাসময়ে মর্গে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...