
উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

অনলাইনে প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।
বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।
ভিসা প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো: আনিসুল ইসলাম হামুর ছেলে খাইরুল ইসলাম (২২), মকদুল পেটলার নাতি শাহিন ইসলাম (২৫) ও নয়মুল ইসলামের ছেলে তুহিন (২২)। তাদের উভয়ের স্থায়ী ঠিকানা নিতাই কাছারীপাড়া।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম (২২), শাহিন ইসলাম (২৫) ও তুহিনের (২২) সাথে প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় পাবনা জেলার পাবনা সদর থানার হলুদবাড়িয়া গ্রামের সিরাজুল হকের পুত্র শামীম হোসেনের। একপর্যায়ে ভিসা প্রতারক খাইরুল তাকে বলে যে সে অস্ট্রেলিয়ায় থাকে এবং অস্ট্রেলিয়ায় লোক পাঠানোর কাজ করে। একজন ব্যক্তি ৮ লক্ষ টাকা দিলেই অস্ট্রেলিয়া যেতে পারবে।
এই প্রলোভনে পড়ে শামীম হোসেনসহ আরও তিনজন খাইরুলকে কাগজপত্রসহ বিকাশ নম্বরে কয়েক ধাপে ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে ‘নিয়ম পরিবর্তন হয়েছে’ বলে প্রতারক চক্রটি আরও ৪ লক্ষ টাকা দাবি করলে শামীম হোসেনের সন্দেহ হয়। টাকা দিতে অস্বীকার করলে প্রতারক চক্রটি যোগাযোগ বন্ধ করে দেওয়াসহ তাদের মোবাইল নম্বর, ইমো, এবং হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়।
খোঁজখবর নিয়ে কিশোরগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ মঙ্গলবার সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

অনলাইনে প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।
বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।
ভিসা প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো: আনিসুল ইসলাম হামুর ছেলে খাইরুল ইসলাম (২২), মকদুল পেটলার নাতি শাহিন ইসলাম (২৫) ও নয়মুল ইসলামের ছেলে তুহিন (২২)। তাদের উভয়ের স্থায়ী ঠিকানা নিতাই কাছারীপাড়া।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম (২২), শাহিন ইসলাম (২৫) ও তুহিনের (২২) সাথে প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় পাবনা জেলার পাবনা সদর থানার হলুদবাড়িয়া গ্রামের সিরাজুল হকের পুত্র শামীম হোসেনের। একপর্যায়ে ভিসা প্রতারক খাইরুল তাকে বলে যে সে অস্ট্রেলিয়ায় থাকে এবং অস্ট্রেলিয়ায় লোক পাঠানোর কাজ করে। একজন ব্যক্তি ৮ লক্ষ টাকা দিলেই অস্ট্রেলিয়া যেতে পারবে।
এই প্রলোভনে পড়ে শামীম হোসেনসহ আরও তিনজন খাইরুলকে কাগজপত্রসহ বিকাশ নম্বরে কয়েক ধাপে ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে ‘নিয়ম পরিবর্তন হয়েছে’ বলে প্রতারক চক্রটি আরও ৪ লক্ষ টাকা দাবি করলে শামীম হোসেনের সন্দেহ হয়। টাকা দিতে অস্বীকার করলে প্রতারক চক্রটি যোগাযোগ বন্ধ করে দেওয়াসহ তাদের মোবাইল নম্বর, ইমো, এবং হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়।
খোঁজখবর নিয়ে কিশোরগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ মঙ্গলবার সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নদীর পানি ও পাড়ে প্রায় অর্ধশত স্থান থেকে বুদ্বুদ উঠছে। এর মধ্যে বালুর বুদ্বুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দও পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানিয়েছেন, সম্প্রতি নদীর এই স্থানটিতেই নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরিদল
৮ মিনিট আগে
খাগড়াছড়ি সদর ও গুইমারা এলাকায় ইউপিডিএফ-এর হামলায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ তুলে এবং সন্ত্রাসীদের গুলিতে তিনজন সাধারণ পাহাড়ি নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
১৫ মিনিট আগে
সোমবার রাত পৌনে ১টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে যুবদলকর্মী সাজ্জাদ হোসেন (২৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। আরও অন্তত ১৩ জন আহত হন।
৩৭ মিনিট আগে
আটক ব্যক্তি কোনো বিশেষ উদ্দেশ্যে, সম্ভবত মাদক বা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থেকে এই অভিনব পদ্ধতিতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তার কথাবার্তায় অসংলগ্নতা থাকায় বিষয়টি আরও সন্দেহজনক বলে মনে করছে বিজিবি।
৪৪ মিনিট আগে