ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আ. লীগ নেতা সরল কর্মকারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৯: ২২

নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ নেতা ও কথিত ভূমিদস্যু সরল কর্মকারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।

বুধবার দুপুরে ডোমার পৌরসভার ছোট রাউতা শাহীপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে রনজু হোসেন লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেরনে তিনি বলেন, ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা মৌজার দাসপাড়া গ্রামে তার ক্রয়কৃত ২৬ শতক জমি রয়েছে। জমিটির সীমানা নির্ধারণের জন্য তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করলে গত ১৭ জুলাই ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সীমানা নির্ধারণে গেলে সরল কর্মকার, তার ছেলে মদন কর্মকার, শ্যালক দিপেন কর্মকার ও ভাই সনদ কর্মকার বাধা প্রদান করেন।

রনজু হোসেন অভিযোগ করেন, পরবর্তী সময়ে ২ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হলেও ওই দিনও তারা সীমানা নির্ধারণে বাধা দেন এবং প্রকাশ্যে হুমকি দেন। সরল কর্মকার আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে এর আগেও একই এলাকার অনিল চন্দ্র কর্মকারের জমি জবর দখল করে বাড়ি নির্মাণ করেছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরল কর্মকার বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলায় জড়িত ছিলেন। তার বড় ছেলে নিখিল কর্মকার হত্যা মামলার আসামি হয়ে ভারতে পালিয়ে গেছেন। স্থানীয়রা তাদের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খোলে না।

ভুক্তভোগী জানান, তিনি শান্তিপ্রিয় মানুষ হওয়ায় নিজের জমিতে যেতেও ভয় পাচ্ছেন। এ ঘটনায় তিনি ডোমার থানায় অভিযোগ করলেও প্রভাব খাটিয়ে তারা পুলিশের নির্দেশ মানছে না। জমির কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও শুধু গায়ের জোরে জমি দখলের চেষ্টা চালাচ্ছে।অভিযোগকারী রনজু হোসেন প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচারের দাবি জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত