বিএনপি অফিস ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৪: ৪০

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি অফিসে হামলা ও ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল বারেককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত ভোর ৪ টায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার এসআই রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি অফিসে হামলা ও ভাংচুর মামলার আসামি আব্দুল বারেক দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে সোমবার দিবাগত ভোর রাত ৪ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল বারেক চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা চরকবন্দ গ্রামের আলহাজ জাহান উদ্দিনের পুত্র ও চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, সে আত্মগোপনে ছিল, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত