আগস্ট বিজয়ের রাতে শহীদ নাঈমের মৃত্যুবার্ষিকীতে দোয়া

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৮: ২১

ছাত্র-জনতার জুলাই গণঅভু্যত্থানে শহীদ রোবাইদুজ্জামান রেজওয়ান ওরফে নাঈম বাবুর ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামে তার সমাধিস্থলের পাশের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দোয়া পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ফেরদৌস আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী, কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ।

উল্লেখ্য, ৪ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে গার্মেন্টসকর্মী নাঈম (১৮) গুলিবিদ্ধ হন। অপারেশনের পর ৫ আগস্ট রাত ২টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬ আগস্ট বিকেলে মামার বাড়িতে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত