সানফ্লাওয়ার কলেজে শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান 'শিশু আলাপ'

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ২২ মে ২০২৫, ১৮: ৩০

নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে শিশুতোষ অনুষ্ঠান 'শিশু আলাপ' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে প্লে হতে ২য় শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এতে অংশগ্রহণ করে। এ সময় কবিতা, গান ও গেম শোতে মেতে উঠে শিশু শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি কাজী একরামুল হক। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফারুক আহম্মদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, কিন্ডার গার্টেন শাখার উপাধ্যক্ষ জাবেদ আলী শেখ প্রমুখ।

সহকারী শিক্ষক নাজনীন নাহার ও কুমার অপু বিশ্বাসের যৌথ পরিচালনায় প্লে হতে নার্সারী শ্রেণির শিক্ষার্থীরা রং মিলানো ও ছবি দেখে সংখ্যা গণনা, প্রথম হতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ছবি দেখে পাজল সাজানো, ফল ও সবজি চিনে নাম লেখা, ছবি দেখে বর্ণ দিয়ে নাম লেখা এবং অভিভাবকরা নির্দিষ্ট সময়ে ঝুড়িতে বল ফেলা গেম শোতে অংশ নেন। সবশেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত