আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

আমার দেশ সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ-এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গত মঙ্গলবার আমার দেশ-এ সংবাদ প্রকাশিত হয়। এর জেরে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং তার চাচাতো ভাই বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনের নেতৃত্বে সাংবাদিক মোশাররফ হোসেনের বাসায় হামলা চালানো হয়।

মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার বিকালে মঞ্জু আমাকে কল দিয়ে গালাগালি করেন। এরপর বীরগঞ্জছাড়া করার হুমকি দেন। পরে রাতে ক্যাডার বাহিনী পাঠিয়ে আমার বাড়িতে হামলা করেন। আমি বাড়িতে ছিলাম না। এ সময় তারা বাড়ির লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন