মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর ২ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০: ১৩

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে মোটরসাইকেল চোর সিন্ডিকেট ‘তারেক বাহিনী’-এর দু’সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে রৌমারী থানার উপ-পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের আটক করে।

বিজ্ঞাপন

আটকরা হলেন রাজিবপুর উপজেলার বদরপুর উত্তরপাড়া আশ্রয়কেন্দ্রের জেল হকের ছেলে রাসেল মিয়া (২৬) ও মরিচাকান্দি আশ্রয়কেন্দ্রের আব্দুল খালেকের ছেলে সবুজ মিয়া (২৭)।

থানা সূত্রে জানা গেছে, রাজিবপুর বাজার ছ’মিল মোড়ের পাশে মোবাইল টাওয়ার সংলগ্ন ঝোপ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে রৌমারী থানা পুলিশ।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটির মূল হোতা তারেক রহমান (৪৪) রাজিবপুর সদর ইউনিয়নের মেম্বারপাড়া এলাকার মৃত ইনছান আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে তাওহিদ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিক।

এর আগে চলতি বছরের ১২ সেপ্টেম্বর রৌমারীর কাশিয়াবাড়ি এলাকা থেকে আবু সাইদ নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনায় ‘তারেক বাহিনী’ -র নাম সামনে আসে। চক্রটিতে দুলাল মিয়া, জসিম উদ্দিন, আনিছ, শাখাওয়াত, মহিউদ্দিন, হাজারি ও ফিরোজসহ অন্তত দশজন সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

আটক সবুজ মিয়া জিজ্ঞাসাবাদে জানান, চুরি হওয়া মোটরসাইকেল প্রথমে তারেকের কাছে জমা দেয়া হয়। পরে দুলাল ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে নতুন নম্বর বসিয়ে মোটরসাইকেলগুলো বিভিন্ন জেলায় বিক্রি করে।

রৌমারী থানার ওসি সেলিম মালিক বলেন, ‘প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘তারেক বাহিনীর বিরুদ্ধে আমরা তৎপর রয়েছি। রৌমারী ও রাজিবপুর থানা পুলিশের যৌথ অভিযানে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত