আলোচনা সভায় মাহবুবুর রহমান বেলাল

সংস্কারবিরোধীরা জাতি ও জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করছে

রংপুর অফিস
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২২: ১৩

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে সংস্কারের বিরোধিতা করে একটি দল জাতি ও জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করছে।

রোববার রংপুর টাউন হলে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দুঃশাসনের অবসান ঘটবে এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের ক্ষতচিহ্ন টিকিয়ে রাখতে একটি বিশেষ দল কাজ করছে। তাদের কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে তারা পুরোনো স্বৈরতন্ত্রের ধারাকে বহাল রাখতে চাইছে, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।

তিনি আরো বলেন, যদি শিক্ষা, নির্বাচন ও বিচারব্যবস্থায় সংস্কার না হয়, তবে শহীদদের আত্মদান বৃথা যাবে। এ সিস্টেম টিকিয়ে রাখলে দেশে কোনো নির্বাচনই কার্যকর হবে না। আমরা এ দেশে নতুন চোর, নতুন ডাকাত বা নতুন সন্ত্রাস প্রতিষ্ঠিত হতে দেব না।

শিক্ষকদের দুরবস্থার প্রসঙ্গে অধ্যাপক বেলাল বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের হাসির পাত্র বানানো হয়েছে। যখন একজন শিক্ষক বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার ৫০০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা তখন সেটি সম্মান নয়, অপমান। শিক্ষকদের যে বেতন-ভাতা দেওয়া হয় তা সম্মানী নয়, বরং অসম্মানী। বেসরকারি শিক্ষকদের পেনশন পেতে তিন বছর অপেক্ষা করতে হয় এটি শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের অবহেলার নগ্ন উদাহরণ।

ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মশিউর রহমান ও শাহ মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফেডারেশনের রংপুর মহানগরীর উপদেষ্টা উপাধ্যক্ষ এটিএম আযম খান, জেলার উপদেষ্টা মাওলানা এনামুল হক, মহানগর শাখার কেএম আনোয়ারুল হক কাজল, অধ্যাপক রায়হান সিরাজী, আলামিন হাসান, অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে টাউন হলের সামনে থেকে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত