রংপুরে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রংপুর
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৭: ০৮

রংপুরে ১৩তম দিনের মতো সড়ক অবরোধ করে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেন মিড লেভেল চিকিৎসকরাও। যার ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনসহ আউটডোর ও ইনডোরের সকল চিকিৎসা সেবা বন্ধ আছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিল ও অবরোধে যোগ দেন বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল ও হাসপাতাল, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষর্থী ও ইন্টার্নি চিকিৎসকরা।

সমাবেশে বক্তব্য দেন, ইন্টার্নি ডাক্টারদের মধ্যে রংপুর মেডিকেলে কলেজের সমন্বয়ক মাহফুজুর রহমান ও ডা. আবু রায়হান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আব্দুল্লাহ আল নাইম, রংপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ফাহিম, কমিউনিটি মেডিকেল কলেজ ডা, মো. রাশিদ শাবাব নাসিফ প্রমুখ।

কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।

এ সময় তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেয়া না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত