
স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে ১৩তম দিনের মতো সড়ক অবরোধ করে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেন মিড লেভেল চিকিৎসকরাও। যার ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনসহ আউটডোর ও ইনডোরের সকল চিকিৎসা সেবা বন্ধ আছে।
শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিল ও অবরোধে যোগ দেন বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল ও হাসপাতাল, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষর্থী ও ইন্টার্নি চিকিৎসকরা।
সমাবেশে বক্তব্য দেন, ইন্টার্নি ডাক্টারদের মধ্যে রংপুর মেডিকেলে কলেজের সমন্বয়ক মাহফুজুর রহমান ও ডা. আবু রায়হান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আব্দুল্লাহ আল নাইম, রংপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ফাহিম, কমিউনিটি মেডিকেল কলেজ ডা, মো. রাশিদ শাবাব নাসিফ প্রমুখ।
কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।
এ সময় তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেয়া না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

রংপুরে ১৩তম দিনের মতো সড়ক অবরোধ করে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেন মিড লেভেল চিকিৎসকরাও। যার ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনসহ আউটডোর ও ইনডোরের সকল চিকিৎসা সেবা বন্ধ আছে।
শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিল ও অবরোধে যোগ দেন বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল ও হাসপাতাল, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষর্থী ও ইন্টার্নি চিকিৎসকরা।
সমাবেশে বক্তব্য দেন, ইন্টার্নি ডাক্টারদের মধ্যে রংপুর মেডিকেলে কলেজের সমন্বয়ক মাহফুজুর রহমান ও ডা. আবু রায়হান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আব্দুল্লাহ আল নাইম, রংপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ফাহিম, কমিউনিটি মেডিকেল কলেজ ডা, মো. রাশিদ শাবাব নাসিফ প্রমুখ।
কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।
এ সময় তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেয়া না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ইউনিয়ন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসাসহ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন আমার দেশকে বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে হলে নালা–নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশন নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
শুধু সরকারি সেবা নয়, দুই বছর ধরে বন্ধ হয়ে আছে ডিজিটাল পোস্ট অফিস কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারও। ২০২৩ সালে ডাকঘরের উদ্যোক্তার মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থী তিনমাস মেয়াদে অফিস অ্যাপ্লিকেশন ও ছয় মাস মেয়াদের ডিপ্লোমা কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েও তাদের পরীক্ষা নেওয়া হয়নি আদৌ।
১ ঘণ্টা আগে
চলতি বছর যশোরের কেশবপুর উপজেলায় চিংড়ি ও সাদা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এ বছর কেশবপুরে চার হাজার ৬৫৮ মৎস্যঘেরে মাছ উৎপাদন হয়েছে প্রায় ৩০ হাজার টন। যার বাজার মূল্য ৫৭৫ কোটি টাকা।
১ ঘণ্টা আগে