দিনাজপুরের নবাবগঞ্জে গভীর রাতে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও অসহায়দের মাঝে গিয়ে নিজ হাতে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। এ সময় শীতে কষ্ট পাওয়া শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পড়ালেখা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, শীতের এই সময় সবচেয়ে বেশি কষ্টে থাকে এতিম ও অসহায় শিশুরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারিভাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা জানান, চলমান শীত মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

