আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনাজপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ফ্যাসিস্টের দোসরদের অংশগ্রহণ নয়

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ফ্যাসিস্টের দোসরদের অংশগ্রহণ নয়

দিনাজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর তহিদুল হক সরকার, আ ন ম হাবিবুল্লাহ, একরামুল আমিনদের কোনো মতেই আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

বুধবার বিকেল ৪টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক জরুরি সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ইকবাল রহিমের প্রধান পৃষ্ঠপোষক ও অর্থদাতা এবং জেলা আইনজীবী সমিতির দুর্নীতিবাজ, আত্মসাৎকারী তহিদুল হক সরকার ও হাবিবুল্লাহর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট একরামুল আমিন। ফ্যাসিস্ট সরকারের দোসর ও পৃষ্ঠপোসক একরামুল আমিন যেন আইনজীবী সমিতির নির্বাচনের অংশগ্রহণ করতে না পারে এ ব্যাপারে জনমত সংগ্রহের ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, ফ্যাসিস্টমুক্ত সমিতি পুনর্গঠনের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩ মার্চ বৃহস্পতিবার জেলা আইনজীবী প্রাঙ্গণে বিকেল ২টায় মানববন্ধন ও বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন (জিপি), সহ-সভাপতি ইমাম আলী, খয়রাত আলী (এডি. পিপি), সহ-সভাপতি কবির বিন গোলাম চার্লি (স্পেশাল পিপি), আইজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান বিপুল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী চৌধুরী, দপ্তর সম্পাদক আইনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক তৌহিদা ইয়াসমিন তানিন, সদস্য বরকত আলী, আব্দুর রহমান সোহাগ শামসুল আলম, আইনজীবী ফোরামের অন্যান্য সদস্যসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...