জুলাই পুনর্জাগরণে গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে নীলফামারীর কিশোরগঞ্জের ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাধ্যমে গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কেশবা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। পরে ওই বিদ্যালয়ের শিশুরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন, প্রতিষ্ঠান প্রধান মাহবুবুর রহমান মিলন প্রমুখ। এছাড়া সহকারী শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
একই সময়ে একযোগে জুলাই আহতদের সম্মানে উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা স্ব-স্ব স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
প্রসঙ্গত, জুলাই পুনর্জাগরণে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের হাত দিয়ে জুলাই আহতদের সম্মানে এই গাছের রোপণের উদ্যোগ নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা আমার দেশকে জানান, প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশুদের মাঝে জুলাই পুনর্জাগরণ তৈরি করতেই এই কর্মসূচি। এই গাছগুলোই শিশুদের কাছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মান ও স্মৃতিস্মারক হয়ে থাকবে।

