রংপুরে ইসলামী আন্দোলনের সমাবেশে আরশাফ আলী

পিআর পদ্ধতি ছাড়া দেশে কোন নির্বাচন হবে না

রংপুর অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ৪৮

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস কার্যকলাপে তিনি প্রমাণ করেছেন নিরপেক্ষভাবে কাজ করতে পারছেন না। তিনি লন্ডনে গিয়ে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠকের পর নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এটা তো তিনি করতে পারেন না। সকল দেশের দলের সঙ্গে আলোচনা করে তারিখ ঘোষণা করতে হত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের আয়োজনে পাঁচ দফা দাবিতে সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আরশাফ আলী বলেন, ড, ইউনূস সাহেব জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন জাতীয় সংসদের সামনে সকল নেতাকর্মীর সামনে পাট করলেন কিন্তু সকল দলের নেতাবৃন্দর কাছে জুলাই ঘোষণা পত্র সাবমিট করে নাই।

ুুুতিনি আরও বলেন, দেশপ্রেমিক মানুষেরা মনে করে, বিগত দিনের ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে একটা ফ্যাসিস গোষ্ঠীকে ক্ষমতায় বসানো হয়েছিল। এই আগামী নির্বাচনে আমরা মনে করি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন হবে আর একটা ফ্যাসিবাদকে বসানোর জন্য পাঁয়তারা শুরু করেছেন এই অন্তর্বর্তীকালীন ইউনুস সাহেব। পরিষ্কার বলতে চাই এই দেশটা কারো বাপ দাদার না এই দেশটা কৃষকের, শ্রমিকের, দিনমজুরের, রিক্সাওয়ালার, আলেমওলামা, দেশ প্রেমিক, ঈমানদার মানুষের এটা নিয়ে আপনারা খেলা করবেন মানুষটা মেনে নিতে পারবে না। আওয়ামী লীগ যে একক নির্বাচন করেছে তা না বিএনপিও করেছিল একক নির্বাচন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত