‘আমি কখনো দল থেকে বহিষ্কার হইনি’

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৫: ৪৫
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৮: ৪৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর ,ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রবীণ নেতা ও ধর্মপাশা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান।

শুক্রবার দুপুরে ধর্মপাশা উপজেলা সদরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দল থেকে বহিষ্কার হইনি। ১৯৭৯ সাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে আছি এবং দলীয় শৃঙ্খলা মেনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি অতীতে উপজেলা চেয়ারম্যান থাকাকালে শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়ন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বলে এলাকার মানুষ মনে করে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফার আলী খান, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ. মান্নান, যুবদলের যুগ্ম-আহবায়ক উজ্জল মিয়া, মোতালিব খানের ছেলে ছাত্রদল নেতা তানভীর আহমেদ খান প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত