ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন করেছে। দেশের মানুষ ভোট দিতে পারেনি। অতীতে আমরা দেখেছি ভোটের দিন ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়তো৷ এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়ে বেড়ানোর কোন সুযোগ নেই। ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে উঠবে। এই প্রথম দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোট বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট এবং গণভোট একই সাথে হবে।মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গণভোট ও রেফারেনডমের মাধ্যমে দেশের চেহারা বদলে যায়, মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটে। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে। দেশে আর কোন স্বৈরশাসকের জন্ম হবে না
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

