আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হবিগঞ্জে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শেখ হাসিনা-আ.লীগের বিচার করবে জনগণের সরকার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

শেখ হাসিনা-আ.লীগের বিচার করবে জনগণের সরকার

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এ সরকার না করলেও জনগণের সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করবে। ক্ষমতায় এলে বিএনপি তাদের বিচার করবে। তখন শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। আর শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনার বাবাও দেশের সম্পদ লুটপাট করেছে। দেশের জন্য কিছু করেনি। হাসিনাও দেশের সম্পদ লুটপাট করেছে। দেশের জন্য কিছু করেনি। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত এমন লুটপাট তারা করেছে যে, দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিয়েছিল। তাদের রাজনীতি কখনও জনগণের জন্য ছিলো না। কখনও জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যায়নি।

ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারত এ দেশের মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না। তারা হাসিনার সাথে সম্পর্ক রাখতে চায়। হাসিনাকে ক্ষমতায় রাখতে বার বার কাজ করেছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের সঞ্চালনায় পৌরসভা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন