জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর জেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৪: ১৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের মাছ ধরতে গিয়ে রাকিব আলী (১৮) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রাকিব আলী ওই এলাকার বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় নলুয়ার হাওরে মাছ ধরতে যায় বাবা ও ছেলে। হাওরে পল্লী বিদ্যুতের আর্থি লাইনে বিদ্যুৎ সংযোগ থাকায় শক খেয়ে পানিতে পড়ে যায় রাকিব আলী। এ সময় তার বাবার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে। পরে পানিতে অনেক খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইঁয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত