সুনামগঞ্জে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২২: ১৬

সুনামগঞ্জে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সুনামগঞ্জ সড়ক জনপথ অধিদপ্তর। বুধবার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওয়েজখালি এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

জানা যায়, সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দু'পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের খালি জায়গায় দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তুলে অনেকেই। এতে প্রায়ই শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। যানজট নিরসনে বুধবার সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ওয়েজখালি এলাকা থেকে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক জনপথ।

বিজ্ঞাপন

ওয়েজখালি থেকে শুরু করে নীলপুর বাজার,দিরাই রাস্তা, শান্তিগঞ্জ বাজার হয়ে পাগলা বাজার পর্যন্ত অভিযানে প্রায় তিনশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ প্রশাসন সহযোগিতা করে।

সুনামগঞ্জ সড়ক জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, যানজট নিরসনে শহরে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সুনামগঞ্জ শহরের ওয়েজখালী থেকে শুরু করে ছাতক উপজেলা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত