সিলেটে ৬ দফা দাবিতে চলছে পরিবহন ধর্মঘট। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
এরআগে সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, ধর্মঘটের কারণে নগরীতে সীমিত যানবাহন চলাচল করছে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না। যাত্রীরা বাস না পেয়ে জরুরি কাজে অনেকে কার-মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা রিজার্ভ করে গন্তব্যে ছুটছেন। যেসব অটোরিকশা চলাচল করেছে সেগুলোও ভাড়া চেয়েছে দ্বিগুণ।
নগরীর হুমায়ূন রশিদ চত্বরে আবদুল আলীম জানান, তিনি ওসমানীনগরের গোয়ালাবাজারে একটি ব্যাংকে চাকরি করেন। বাস না পেয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে অফিসে যাচ্ছেন।
অনেক যাত্রী বাস না পেয়ে ভিড় করেন রেলস্টেশনে। কিন্তু টিকেট না পেয়ে তাদেরকেও ফিরতে হচ্ছে শূন্য হাতে।
রেলওয়ে স্টেশনে আনোয়ার হোসেন জানান, জরুরি কাজে তাকে ঢাকায় যেতে হচ্ছে। বাস না পেয়ে রেলের টিকেট কাটতে এসেছিলাম। কিন্তু টিকেট পায়নি।
সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, কোনো ধরনের পিকেটিং ছাড়াই ধর্মঘট পালন করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মঙ্গলবার বিকেল ৩টায় বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সিলেটে শান্তিপূর্ণ ধর্মঘট চলছে।

