জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগরে এসিল্যান্ডের সরকারি গাড়ির চাপায় আশিষ কুমার দাস বিনয় (৫৫) নামে মদনমোহন কলেজের এক অফিস সহকারী নিহত হয়েছেন। বুধবার সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
নিহত আশিষ কুমার মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের আশুতুষ দাসের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ি আশিষ কুমারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে এসিল্যান্ড সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস ট্রেনে ওঠার কথা ছিল। সময়মতো ট্রেনে উঠতে না পারায় তিনি সরকারি গাড়ি নিয়ে দ্রুতগতিতে শ্রীমঙ্গল রেলস্টেশনের পথে রওনা দেন। এ সময়ই এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে এবং গাড়িচালক আলবাব হোসেনকে হেফাজতে নিলে ওই এলাকার উর্দ্ধতন এক কর্মকর্তা গাড়ি চালককে ছাড়িয়ে নিয়ে যান । তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, নিহতের পরিবার এখনো কোনো মামলা করেনি। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
এদিকে বিষয়টি নিয়ে ছাতক উপজেলার সহকারী কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মৌলভীবাজারের রাজনগরে এসিল্যান্ডের সরকারি গাড়ির চাপায় আশিষ কুমার দাস বিনয় (৫৫) নামে মদনমোহন কলেজের এক অফিস সহকারী নিহত হয়েছেন। বুধবার সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
নিহত আশিষ কুমার মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের আশুতুষ দাসের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ি আশিষ কুমারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে এসিল্যান্ড সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস ট্রেনে ওঠার কথা ছিল। সময়মতো ট্রেনে উঠতে না পারায় তিনি সরকারি গাড়ি নিয়ে দ্রুতগতিতে শ্রীমঙ্গল রেলস্টেশনের পথে রওনা দেন। এ সময়ই এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে এবং গাড়িচালক আলবাব হোসেনকে হেফাজতে নিলে ওই এলাকার উর্দ্ধতন এক কর্মকর্তা গাড়ি চালককে ছাড়িয়ে নিয়ে যান । তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, নিহতের পরিবার এখনো কোনো মামলা করেনি। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
এদিকে বিষয়টি নিয়ে ছাতক উপজেলার সহকারী কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২০ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৮ মিনিট আগে