মানসিক প্রতিবন্ধী ভাঙলো জামায়াত প্রার্থীর গাড়ি

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৫: ৩৪

হবিগঞ্জের মাধবপুরে ইট নিক্ষেপ করে জামায়াত প্রার্থীর নির্বাচনি গাড়ি ভাঙচুর করেছে এক মানসিক প্রতিবন্ধী। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, মাওলানা মোখলেছুর রহমান জেলা জামায়াতের আমির। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রার্থী। সোমবার রাতে রাজাপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নিচ্ছিলেন। বৈঠক চলাকালীন সময়ে অজ্ঞাত এক ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

মাধবপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে জানতে পারি, ঘটনাটি ঘটিয়েছে মানসিক প্রতিবন্ধী। আমাদের ধারণা, ওই ব্যক্তিকে কেউ হয়তো প্ররোচিত করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ উল্ল্যা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি গাড়ির গ্লাস ভাঙচুর করেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত