জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টালবাহানা ছাত্র-জনতা মানবে না

সিলেট ব্যুরো
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪: ২৯

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক।

তিনি শনিবার বিকেলে নগরীর সিটি পয়েন্টে ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যেনতেনভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনি ভিত্তি নিয়ে কালক্ষেপণ চলছে। এ নিয়ে কূটকৌশল গণঅভ্যুত্থানের শহিদদের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো টালবাহানা ছাত্র-জনতা মেনে নেবে না। নভেম্বরে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মস্করা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল। সরকারের কতিপয় উপদেষ্টা ও কতিপয় কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। ফলে দেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিল সমাবেশে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার জনশক্তি অংশ নেন।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন— জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত