বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, দুদিন পর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২: ৪৮

সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদী থেকে ৩২ বছর বয়সী মছব্বির আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (মরাকালনীরচর) এলাকার কুশিয়ারা নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকাযোগ ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। ঘটনার পরদিন মছব্বিরের বড় ভাই আলাল মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঘটনার দুদিন পর শুক্রবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে ভাসমান লাশ পাওয়ার সংবাদে আলাল মিয়া এসে তার ভাইকে শনাক্ত করেন। এ ব্যাপারে আলাল মিয়া মুঠোফোনে বলেন, গত বুধবার আমার ভাই তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। শুনেছি নদী পার হতে গিয়ে নৌকা থেকে সে পড়ে যায়। কিন্তু কীভাবে পড়েছে তা জানি না।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত