
উপজেলা প্রতিনিধি, রাজনগর (মৌলভীবাজার)

মৌলভীবাজারের রাজনগরের দক্ষিণ খারপাড়া গ্রামে মাদকের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলা করেছে মাদকসেবীরা। এর প্রতিবাদে মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। আহত কলেজছাত্র শাহ অপুকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মসুদ মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। মাদকের পাশাপাশি হঠাৎ করে এলাকায় চোরের উপদ্রবও বেড়ে যায়। এলাকার সচেতন মহল স্থানীয় পুলিশ প্রশাসনকে একাধিকবার বিষয়টি অবগত করলেও তারা কোনো পদক্ষেপ না নেয়াতে দক্ষিণ খারপাড়া বন্ধন যুবসংঘের ব্যানারে গ্রামবাসী এলাকায় পাহারা বসায়। গ্রাম সুরক্ষিত রাখতে দিবারাত্রি পালাক্রমে তারা পাহারা দেন।
রোববার সকালে পাহারা দিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে যুবকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে মাদক কারবারিদের একটি পাহারারত যুবকদের ওপর অতর্কিত হামলা করে। কয়েকজনকে কুপিয়ে মারাত্মক আহত করে তারা।
এ ঘটনা সোশ্যাল মিডিয়া ও মসজিদের মাইকে প্রচার করলে কয়েকটি গ্রামের মানুষ জড়ো হয়ে মাদকসেবী সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহতরা হলেন শাহ বাবু (৬০), শাহ অপু আহমদ (২১), শাহ রুয়েল (২৫), ময়নু মিয়া (২৮), জগলু মিয়া (৪৫), শেখ সোহান (২৪), আল আমিন (৩৫), শরীফ আহমদ (২৮), শেখ তানজিল রহমান তনির (২০), লায়েক আহমদ (৩০)। পরে উত্তেজিত জনতা মাদক কারবারি মসুদ মিয়ার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় মারাত্মক আহত শাহ অপু আহমদ, শাহ বাবু ও রুয়েলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন খান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

মৌলভীবাজারের রাজনগরের দক্ষিণ খারপাড়া গ্রামে মাদকের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলা করেছে মাদকসেবীরা। এর প্রতিবাদে মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। আহত কলেজছাত্র শাহ অপুকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মসুদ মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। মাদকের পাশাপাশি হঠাৎ করে এলাকায় চোরের উপদ্রবও বেড়ে যায়। এলাকার সচেতন মহল স্থানীয় পুলিশ প্রশাসনকে একাধিকবার বিষয়টি অবগত করলেও তারা কোনো পদক্ষেপ না নেয়াতে দক্ষিণ খারপাড়া বন্ধন যুবসংঘের ব্যানারে গ্রামবাসী এলাকায় পাহারা বসায়। গ্রাম সুরক্ষিত রাখতে দিবারাত্রি পালাক্রমে তারা পাহারা দেন।
রোববার সকালে পাহারা দিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে যুবকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে মাদক কারবারিদের একটি পাহারারত যুবকদের ওপর অতর্কিত হামলা করে। কয়েকজনকে কুপিয়ে মারাত্মক আহত করে তারা।
এ ঘটনা সোশ্যাল মিডিয়া ও মসজিদের মাইকে প্রচার করলে কয়েকটি গ্রামের মানুষ জড়ো হয়ে মাদকসেবী সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহতরা হলেন শাহ বাবু (৬০), শাহ অপু আহমদ (২১), শাহ রুয়েল (২৫), ময়নু মিয়া (২৮), জগলু মিয়া (৪৫), শেখ সোহান (২৪), আল আমিন (৩৫), শরীফ আহমদ (২৮), শেখ তানজিল রহমান তনির (২০), লায়েক আহমদ (৩০)। পরে উত্তেজিত জনতা মাদক কারবারি মসুদ মিয়ার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় মারাত্মক আহত শাহ অপু আহমদ, শাহ বাবু ও রুয়েলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন খান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মাদক বিক্রেতা জানান, চারটি বস্তায় তাদের দু’শো লিটার মদ ছিল। ৪৮ লিটার মদ ছাড়া বাকি মদগুলো বিক্রি করে দিয়েছে নৌ-পুলিশ। তারা বলেন, আমাদের মদ, মোটরসাইকেল ও একজন লোককে ছেড়ে দিবে বলে শুরুতেই তাদের কাছে দু’লাখ টাকা দাবি করে আসছিলেন নৌ-পুলিশের ইন্সপেক্টর কাওসার গাজী ও এস আই রুকুন
২০ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মাহুয়া (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পের বিষয়ে আগে কিছুই জানতেন না। নিয়মিত ক্লাস করতে এসে দেখেন শ্রেণিকক্ষগুলো চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত হচ্ছে। ফলে সেদিনের পাঠদান সম্পূর্ণভাবে বন্ধ থাকে। বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে গৃহবধূ মীম খাতুনকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে