আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, দোয়ারা বাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) ও পৌর শহরের হাসন নগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)। দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রসেসিং সার্ভার ছিলেন।

জানা যায়, সুনামগঞ্জগামী একটি অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক ছমিরুল হক জুয়েল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার সঙ্গী ছব্দর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাকে অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথেই তিনি মারা যান।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন