সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে বিএনপি নেতা এমএ মালিকের শোক

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২১: ৫৯

শীর্ষস্থানীয় দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা শিক্ষাবিদ মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

রোববার (৬ জুলাই) এক শোকবার্তায় এম এ মালিক বলেন, মরহুমা ছিলেন একজন ধার্মিক মহীয়সী নারী। তারই সুশিক্ষা ও দোয়ার বদৌলতে মাহমুদুর রহমান জাতির একজন সাহসী সন্তান হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর গর্ভে জন্ম নিয়ে মাহমুদুর রহমান যেভাবে জাতীয়তাবাদের পক্ষে অগ্রণী ভূমিকা রেখেছেন, এটা তাঁর মায়ের জীবনের এক বড় সফলতা।

মাহমুদুর রহমান দেশের পক্ষে কথা বলতে গিয়ে ফ্যাসিস্ট আমলে নির্যাতনের শিকার ও কারাভোগ করেছেন। শেখ হাসিনা গায়ের জোরে আমার দেশ বন্ধ করে কণ্ঠরোধ করতে চেয়েছিল। কিন্তু জুলাই বিপ্লব আবার আমার দেশ পূর্ণজাগরণে সফলতা এনে দিয়েছে।

শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত