সাদা পাথরকাণ্ডে কোম্পানীগঞ্জের ওসি বদলি
উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ৫৮

সাদা পাথর লুটপাটের ঘটনায় এবার বদলি করা হলো সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে। তার জায়গায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে মো. রতন শেখকে।
গতকাল রোববার সিলেটের পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। এর আগে সাদা পাথর লুটপাটকাণ্ডে সিলেটের জেলা প্রশাসক, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার তিন এসআই এবং এক এএসআইকে বদলি করা হয়।
পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে কোম্পানীগঞ্জের ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে সিলেট সদর কোর্টের পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com