সাদা পাথরকাণ্ডে কোম্পানীগঞ্জের ওসি বদলি

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ৫৮

সাদা পাথর লুটপাটের ঘটনায় এবার বদলি করা হলো সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে। তার জায়গায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে মো. রতন শেখকে।

গতকাল রোববার সিলেটের পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। এর আগে সাদা পাথর লুটপাটকাণ্ডে সিলেটের জেলা প্রশাসক, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার তিন এসআই এবং এক এএসআইকে বদলি করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে কোম্পানীগঞ্জের ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে সিলেট সদর কোর্টের পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত