আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক মন্ত্রী ইমরান আরও ৩ মামলায় গ্রেফতার

সিলেট ব্যুরো

সাবেক মন্ত্রী ইমরান আরও ৩ মামলায় গ্রেফতার

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সিলেটের আরও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

হত্যা মামলার আসামি হিসেবে বুধবার সকালে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ওই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

এদিন ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় তাকে সিলেটে আনা হয়। হেলমেট পরিয়ে আদালতে তুললেও সাবেক এই মন্ত্রীকে ডিম ছুড়ে মারেন সিলেট-৪ আসনের বিক্ষুব্ধ জনতা।

এপিপি আলী হায়দার ফারুক বলেন, ৫ আগস্ট পরবর্তী একটি ছাত্রহত্যা মামলার ৭ নম্বর আসামি হিসেবে ইমরানকে গ্রেফতারের আবেদন জানায় পুলিশ। পরে নির্দেশ দেয় আদালত। এছাড়া গোয়াইনঘাটের আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে একটি ট্রিপল হত্যা মামলাও রয়েছে।

শেখ হাসিনা পতনের আন্দোলনে সিলেট মহানগরের কিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। এতে পঙ্কজ নামের এক ছাত্র শহিদ হন। ৫ আগস্টের পর এ ঘটনায় করা মামলায় ইমরানকে ৭ নম্বর আসামি করা হয়। সেই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পাশাপাশি তার পক্ষের আইনজীবী জামিনের আবেদনও করেন। দুটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গত ২০ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে পল্টন থানার একটি মামলায় ইমরানকে গ্রেফতার করে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন