রাজনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৪: ৫৯

মৌলভীবাজারের রাজনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জোড়াপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ সিদ্দিক নাহার মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সৌদিপ্রবাসী হাফেজ মাওলানা লুৎফর রহমানের আড়াই বছর বয়সী ছেলে মুছা, এবং প্রয়াত মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.)-এর তিন বছর বয়সী ছেলে মুছামা, দুজনেই সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

বিজ্ঞাপন

অনেকক্ষণ ধরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে তাদের পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত