আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেল দুর্ঘটনাস্থলের মেরামত কাজ শেষে ফেরার পথে কর্মকর্তার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মেলৗভীবাজার)
রেল দুর্ঘটনাস্থলের মেরামত কাজ শেষে ফেরার পথে কর্মকর্তার মৃত্যু

রাতভর সিলেটের মোগলাবাজার রেল স্টেশনে দুর্ঘটনাকবলিত স্থান মেরামত কাজ শেষে বুধবার ভোরে কর্মস্থল কুলাউড়া জংশন স্টেশনে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেট-কুলাউড়া সেকশনের ইনচার্জ মোজাম্মেল হক (৫০)।

তিনি বাংলাদেশ রেলওয়ের কুলাউড়াতে উপ-সহকারী প্রকৌশলীর (পথ) দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ০৭ অক্টোবর ভোরে সিলেটের মোগলাবাজার স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা-কবলিত হয়। সেখানে লাইন মেরামত কাজে অংশ নেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হক। পুরোটা দিন এবং রাত মেরামত কাজ শেষ করে বুধবার (৮ অক্টোবর) ভোররাতে সহকর্মীর মোটরসাইকেলযোগে কর্মস্থল কুলাউড়ায় ফিরছিলেন। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজারে মোজাম্মেল হকসহ তার সহকর্মী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ডাক্তাররা ওই দিন সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেল হকের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। সেখানে তাকে দাফন করা হবে। মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন