উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মেলৗভীবাজার)
রাতভর সিলেটের মোগলাবাজার রেল স্টেশনে দুর্ঘটনাকবলিত স্থান মেরামত কাজ শেষে বুধবার ভোরে কর্মস্থল কুলাউড়া জংশন স্টেশনে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেট-কুলাউড়া সেকশনের ইনচার্জ মোজাম্মেল হক (৫০)।
তিনি বাংলাদেশ রেলওয়ের কুলাউড়াতে উপ-সহকারী প্রকৌশলীর (পথ) দায়িত্বে ছিলেন।
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ০৭ অক্টোবর ভোরে সিলেটের মোগলাবাজার স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা-কবলিত হয়। সেখানে লাইন মেরামত কাজে অংশ নেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হক। পুরোটা দিন এবং রাত মেরামত কাজ শেষ করে বুধবার (৮ অক্টোবর) ভোররাতে সহকর্মীর মোটরসাইকেলযোগে কর্মস্থল কুলাউড়ায় ফিরছিলেন। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজারে মোজাম্মেল হকসহ তার সহকর্মী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ডাক্তাররা ওই দিন সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মোজাম্মেল হকের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। সেখানে তাকে দাফন করা হবে। মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।
রাতভর সিলেটের মোগলাবাজার রেল স্টেশনে দুর্ঘটনাকবলিত স্থান মেরামত কাজ শেষে বুধবার ভোরে কর্মস্থল কুলাউড়া জংশন স্টেশনে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেট-কুলাউড়া সেকশনের ইনচার্জ মোজাম্মেল হক (৫০)।
তিনি বাংলাদেশ রেলওয়ের কুলাউড়াতে উপ-সহকারী প্রকৌশলীর (পথ) দায়িত্বে ছিলেন।
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ০৭ অক্টোবর ভোরে সিলেটের মোগলাবাজার স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা-কবলিত হয়। সেখানে লাইন মেরামত কাজে অংশ নেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হক। পুরোটা দিন এবং রাত মেরামত কাজ শেষ করে বুধবার (৮ অক্টোবর) ভোররাতে সহকর্মীর মোটরসাইকেলযোগে কর্মস্থল কুলাউড়ায় ফিরছিলেন। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজারে মোজাম্মেল হকসহ তার সহকর্মী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ডাক্তাররা ওই দিন সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মোজাম্মেল হকের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। সেখানে তাকে দাফন করা হবে। মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে