বৃহস্পতিবার এনবিআর উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৬: ৫০

আগামীকাল বৃহস্পতিবার এনবিআর উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৈঠক অনুষ্ঠানের বিষয়ে আজ বুধবার নোটিশ ইস্যু করা হয়েছে।

বৈঠকে উপদেষ্টা কমিটির সদস্য বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা,পরিবেশ ও বন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা ও শ্রম উপদেষ্টা উপস্থিত থাকবেন। এনবিআর চেয়ারম্যান ও বোর্ড সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৈঠকে রাজস্ব আদায় সংক্রান্ত বিষয় নিয়ে এনবিআর সদস্যদের মতামত জানতে চাওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত