আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে যুক্ত হতে পারে আরো ১৮ সংস্থা

অর্থনৈতিক রিপোর্টার
ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে যুক্ত হতে পারে আরো ১৮ সংস্থা

ব্যবসা-বাণিজ্য সহজীকরণে আরো ১৮টি সংস্থাকে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে (এনএসডব্লিউ) যুক্ত করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদের মধ্যে এনবিআরের কাস্টমস ও আয়কর অনুবিভাগও রয়েছে। এনএসডব্লিউতে যুক্ত হতে সম্প্রতি এনবিআরের প্রথম সচিব (কাস্টমস : আধুনিকায়ন ও প্রকল্প ব্যবস্থাপনা) মো. তারেক হাসান স্বাক্ষরিত চিঠি সংস্থাগুলোর প্রধানের কাছে পাঠানো হয়েছে।

এনবিআরের অনুবিভাগ দুটির বাইরে আরো যে ১৬টি সংস্থার কাছে চিঠি পাঠানো হয়েছে সেগুলো হলোÑ বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ নেভি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম), বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের টেস্টিং ল্যাব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ প্রস্তুতি পর্যালোচনা’বিষয়ক আন্তঃমন্ত্রালয়ের বৈঠকে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে চিহ্নিত করে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে যুক্ত করতে এনবিআরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্তের আলোকে ১৮টি সংস্থাকে এনএসডব্লিউতে যুক্ত করার উদ্যোগ নেয় এনবিআর। বর্তমানে ১৯টি সংস্থা এনএসডব্লিউ প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমদানি, রপ্তানি এবং ট্রানজিট সম্পর্কিত সব ধরনের নথিপত্র ও অনুমোদন এক জায়গা থেকে পরিচালনা করা যায়। এটি মূলত বাণিজ্য সহজীকরণের জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, ক্লিয়ারিং এজেন্ট শুধু একটি অনলাইন পোর্টালে লগইন করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করতে পারেন। সিস্টেমে সাবমিট করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চলে যায় এবং যাচাই ও অনুমোদনের পর সেই তথ্য ব্যবহারকারীর ড্যাশবোর্ডে আপডেট হয়। ফলে ব্যবসায়ীদের সেসব অফিসে স্বশরীরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এতে করে ব্যবসায় ব্যয় কমার পাশাপাশি সময়ও সাশ্রয় হচ্ছে। ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হচ্ছে না। এনএসডব্লিউর মাধ্যমে অনেক সংস্থার ফি অনলাইনে পেমেন্ট গেটওয়ে থেকে পরিশোধ করা যায়। ফি পরিশোধে বিকাশ, নগদ, ব্যাংক কার্ড, অথবা ই-চালান পদ্ধতি ব্যবহার করতে পারেন সংশ্লিষ্টরা। এ প্ল্যাটফর্ম কর ফাঁকি রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশের আমদানি-রপ্তানি পণ্য ছাড় বা প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত সব সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) গ্রহণের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি সিঙ্গেল প্যাটফর্ম হিসেবে অনলাইনে আবেদন দাখিল, প্রক্রিয়াকরণ ও ইস্যুর জন্য এনএসডব্লিউ প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১৭ সালে এ প্রকল্প গ্রহণ করা হয়।

গত জুলাই মাসের তথ্যানুযায়ী, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৪ লাখ ৩১ হাজার ১৬৯ সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট দেওয়া হয়েছে। চলতি বছরের ২ জানুয়ারি এটি চালু করে এনবিআর। বর্তমানে যে ১৯টি সংস্থা এনএসডব্লিউতে যুক্ত রয়েছে সেগুলো হলোÑঔষধ প্রশাসন অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় রাসায়নিক অস্ত্র কনভেনশন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ মান ও শিল্প গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মৎস্য বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, পণ্য গুণগত মান ও ওয়ারেন্টি সংক্রান্ত বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ গার্মেন্টস কারখানা মালিক সমিতি, বাংলাদেশ তাঁত ও পোশাক-মালিক সমিতি, শিল্প ও বণিক কার্যক্রম বিভাগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

এলাকার খবর
খুঁজুন