আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি খুঁজছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি খুঁজছে সরকার

রাষ্ট্রীয় মালিকানাধীন নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের জন্য প্রার্থী খুঁজছে সরকার।

এ বিষয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত এই বৃহৎ ইসলামী ব্যাংককে টেকসই, আধুনিক ও শরিয়াহসম্মত আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করতে দূরদর্শী ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন।

এমডি হিসেবে নিয়োগ পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ), ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ), অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ), সার্টিফায়েড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট (সিআইপিএ) বা সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটরের (সিএসএএ) মতো আন্তর্জাতিক পেশাগত সার্টিফিকেট থাকলে প্রার্থীরা অতিরিক্ত সুবিধা পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমডি বা সিইওকে ব্যাংকের মধ্য ও দীর্ঘমেয়াদি শরিয়াহভিত্তিক কৌশল বাস্তবায়ন; আধুনিক ইসলামী আর্থিক সেবা প্রদানে দক্ষ একটি শক্তিশালী প্রতিষ্ঠানিক কাঠামো গঠন; করপোরেট, এসএমই, রিটেইল, ট্রেজারি, কৃষি, বৈদেশিক বাণিজ্য ও ডিজিটাল ব্যাংকিংসহ সব কার্যক্রম সমন্বয়; একীভূত ব্যাংকগুলোর কর্মীদের গ্রেড, বেতন কাঠামো, জ্যেষ্ঠতা ও পদায়ন সমন্বয় করে মানবসম্পদ সমান করে পরিকল্পনা বাস্তবায়ন এবং একীভূত সংক্রান্ত কার্যক্রম—সিস্টেম ইন্টিগ্রেশন, কোর ব্যাংকিং সামঞ্জস্য, শাখা পুনর্বিন্যাস, নথিপত্র স্থানান্তর, সম্পদ পর্যালোচনা ও গ্রাহক যোগাযোগ তদারকি নেতৃত্ব দিতে হবে।

এছাড়া নতুন ব্যাংকের প্রকৃতি, আকার ও ঝুঁকি বিবেচনা করে অপারেশন, শাখা ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং, ট্রেজারি ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমেও দক্ষতা থাকতে হবে।

এমডি বা সিইও নিয়োগে শরিয়াহ সুপারভাইজরি বোর্ড, শরিয়াহ অডিট, গবেষণা ও কমপ্লায়েন্স কার্যক্রম শক্তিশালী করা, আধুনিক শরিয়াহসম্মত পণ্য উদ্ভাবন এবং কর্মীদের ইসলামী ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং এমডি বা সিইওর ঠিক নিচের পদে অন্তত ৩ বছরের ধারাবাহিক অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ন্যূনতম ৪৫ ও সর্বোচ্চ ৬০ বছর।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রার্থী ঋণখেলাপি হলে, আর্থিক অনিয়মে জড়িত থাকলে বা কোনো ফৌজদারি মামলায় দণ্ডিত হলে আবেদন বাতিল হবে। বাংলাদেশ ব্যাংকের যোগ্য ও উপযুক্ততার মানদণ্ড নির্দেশনা পূরণ করা বাধ্যতামূলক। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন