যমুনা ব্যাংক ও ইউনাইটেড হেলথ কেয়ারের চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৯: ২৬

যমুনা ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-১ এ যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

যমুনা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালামের উপস্থিতিতে উপ-ব্যবস্থপনা পরিচালক এবং সিবিও নূর মোহাম্মদ এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় স্বাস্থ্যসেবায় যমুনা ব্যাংক এর ক্রেডিট কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার ২০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত