বন্দর কার্যক্রমে কেন বৈশ্বিক অপারেটর, জানালেন আশিক চৌধুরী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২০: ১১

বাংলাদেশে বন্দর পরিচালনায় বৈশ্বিক অপারেটরদের আনা নিয়ে চলমান বিতর্কের মাঝে এ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা দরকার, যাতে দেশের বন্দর কার্যক্রম অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে না পড়ে।

বিজ্ঞাপন

আশিক বলেন, “মালিকানা আমাদের সাথেই থাকবে—কিন্তু আমরা স্বচ্ছতা, প্রযুক্তি-হস্তান্তর এবং বিশ্বমানের দক্ষতা চাই। যদি আমাদের বিশ্বব্যাপী বন্দর অপারেটর নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের তরুণ প্রজন্ম দারুণ কাজ করবে।”

বাংলাদেশের বন্দর খাতের আধুনিকীকরণ এবং বৈশ্বিক মান অনুসারে পরিচালনার উদ্যোগ দেশীয় অর্থনীতি ও বাণিজ্যের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত