
আমার দেশ অনলাইন

বাংলাদেশে বন্দর পরিচালনায় বৈশ্বিক অপারেটরদের আনা নিয়ে চলমান বিতর্কের মাঝে এ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা দরকার, যাতে দেশের বন্দর কার্যক্রম অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে না পড়ে।
আশিক বলেন, “মালিকানা আমাদের সাথেই থাকবে—কিন্তু আমরা স্বচ্ছতা, প্রযুক্তি-হস্তান্তর এবং বিশ্বমানের দক্ষতা চাই। যদি আমাদের বিশ্বব্যাপী বন্দর অপারেটর নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের তরুণ প্রজন্ম দারুণ কাজ করবে।”
বাংলাদেশের বন্দর খাতের আধুনিকীকরণ এবং বৈশ্বিক মান অনুসারে পরিচালনার উদ্যোগ দেশীয় অর্থনীতি ও বাণিজ্যের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে বন্দর পরিচালনায় বৈশ্বিক অপারেটরদের আনা নিয়ে চলমান বিতর্কের মাঝে এ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা দরকার, যাতে দেশের বন্দর কার্যক্রম অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে না পড়ে।
আশিক বলেন, “মালিকানা আমাদের সাথেই থাকবে—কিন্তু আমরা স্বচ্ছতা, প্রযুক্তি-হস্তান্তর এবং বিশ্বমানের দক্ষতা চাই। যদি আমাদের বিশ্বব্যাপী বন্দর অপারেটর নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের তরুণ প্রজন্ম দারুণ কাজ করবে।”
বাংলাদেশের বন্দর খাতের আধুনিকীকরণ এবং বৈশ্বিক মান অনুসারে পরিচালনার উদ্যোগ দেশীয় অর্থনীতি ও বাণিজ্যের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক যা সাধারণ চিনির চেয়ে প্রায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক এবং শিশু খাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে কতিপয় অসাধু ব্যবসায়ী মারাত্মক ক্ষতিকারক এই কৃত্রিম উপাদানটি ব্যবহার করে থাকে।
২ ঘণ্টা আগে
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে। সংস্থাটির প্রস্তাবনা অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়তে পারে। জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এই সুপারিশ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালুর মাধ্যমে বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের (আইভ্যাস) সঙ্গে অর্থ বিভাগের আইব্যাস++ এর আন্তঃসংযোগ স্থাপন পূর্বক করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সরাসরি
১১ ঘণ্টা আগে
গতকাল সকালে তিনি নিয়মিত অফিসে উপস্থিত হন। তবে দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি মেসেজ পাঠান, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। মেসেজে তিনি
১১ ঘণ্টা আগে