এমরানা আহমেদ
ঈদ মানেই উৎসব, আনন্দ আর নতুন পোশাক-জুতার সাজসজ্জা। শুধু স্টাইল নয়, আরামও যেন থাকে সমান গুরুত্বের তালিকায়। দীর্ঘসময় দাওয়াত, আড্ডা কিংবা ঘোরাঘুরির জন্য চাই এমন পোশাক ও জুতা, যা দেখতে আকর্ষণীয়।
আরামদায়ক এবং ট্রেন্ডি পোশাক-জুতার সমন্বয়ই পারে ঈদের আনন্দকে দ্বিগুণ করতে। আমরা প্রায়ই পোশাকের দিকে বেশি মনোযোগ দিই এবং জুতার গুরুত্ব কিছুটা এড়িয়ে যাই। অথচ সঠিক জুতা ছাড়া পুরো ফ্যাশন লুক অসম্পূর্ণ থেকে যায়।
সরেজমিনে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান, ফুটপাত ও শপিংমল ঘুরে এবং জুতার দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে কারচুপি ও চুমকির কারুকাজ করা জমকালো জুতা। এ ছাড়া এই বছর লোফারও বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্ন দুই ধরনের পোশাকের সঙ্গেই মানানসই কিছু খুঁজছেন।
রাজধানীর নিউমার্কেটের ব্রাদার্স সু’জ কালেকশনের বিক্রয়কর্মী নাদিম আমার দেশকে জানান, এবারের ঈদ ফ্যাশনে লেদার বা সুয়েড লোফার জুতা ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে। এ ধরনের জুতা পাঞ্জাবির সঙ্গে পরলে বেশ ক্লাসি লুক আসে। যারা ঈদে একটু ক্যাজুয়াল অথচ ট্রেন্ডি থাকতে চান, তাদের জন্য মিনিমালিস্ট স্যান্ডেল দারুণ অপশন। পাশাপাশি স্নিকার্সের চাহিদাও বেড়েছে।
পাঞ্জাবি বা কুর্তার সঙ্গে স্নিকার্স পরলে একটা ইউনিক অথচ স্টাইলিশ লুক পাওয়া যায়। সফট ইনসোল এবং ফ্লেক্সিবল ডিজাইনের জুতা যারা পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শও বলে মনে করেন বিক্রয়কর্মী নাদিম। কালো বা ব্রাউন লেদার জুতা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে ভালো মানায়। প্যাস্টেল বা হালকা রঙের পোশাকের সঙ্গে হালকা রঙের লোফার বা স্নিকার্স ভালো দেখায়। অল ব্ল্যাক বা অল হোয়াইট লুকের জন্য ম্যাচিং জুতা বেছে নিলে ফ্যাশনের ধার বজায় থাকে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা নাজমা ইকবাল আমার দেশকে বলেন, ফরমাল কিংবা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে মানানসই জুতা বেছে নেওয়া ঈদের সাজকে আরো পরিপূর্ণ করে তুলবে। ঈদে শুধু স্টাইল নয়, আমি মনে করি নিজের আরামের কথাও মাথায় রাখা জরুরি। আরামদায়ক এবং ট্রেন্ডি পোশাক-জুতার সমন্বয়ই পারে ঈদের আনন্দকে দ্বিগুণ করতে। সঠিক জুতা ঈদের ফ্যাশনকে পরিপূর্ণ করে তোলে বলে জানালেন নাজমা ইকবাল।
নতুন নকশার জুতা নিয়ে এসেছে ব্র্যান্ডগুলো
প্রতি বছর ঈদ উপলক্ষে নতুন নতুন নকশার জুতা নিয়ে আসে ব্র্যান্ডগুলো। এবারও বৈচিত্র্যময় নকশা এবং আরামদায়ক ম্যাটেরিয়ালের জুতায় সেজে উঠেছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো। কেউ কেউ আগাম পছন্দ করে রাখছেন ঈদের আগে কিনবেন বলে। এবার অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচার, আরামদায়ক আপারসহ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে বেশি মনোযোগ দিয়েছে জুতার ব্র্যান্ডগুলো।
ঈদ উপলক্ষে বাটা নিয়ে এসেছে নতুন কালেকশন—স্টারলাইট। দৃষ্টিনন্দন ও নতুন নকশায় তৈরি জুতাগুলো স্টাইল ও আরাম দুটোই নিশ্চিত করবে বলে জানালেন বাটার হেড অব মার্কেটিং নূসরাত হাসান। আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতার সঙ্গে এবার ঈদে নতুন আরো এক হাজারের বেশি ডিজাইনের জুতা এনেছে বাটা।
নারীদের জন্য ক্রিস্টাল ট্রেন্ডিং হিল এনেছে ব্র্যান্ডটি। পুরুষদের জন্য নতুন ডিজাইনের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেলসহ গরমে উপযোগী জুতা এনেছে। এ ছাড়া ছেলেদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের লেদার রেঞ্জ সংগ্রহ এনেছে তারা।
সবার কথা ভেবে জুতার দাম সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করেছে ব্র্যান্ডটি। স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতার দাম পড়বে ৪৯৯ থেকে শুরু করে ১৬ হাজার ৯৯৯ টাকা। নারীদের জুতার দাম ৪৯৯ থেকে শুরু করে ৫ হাজার ৯৯৯ টাকা। শিশুদের জুতা পাওয়া যাবে ৪৯৯ থেকে ৩ হাজার ৯৯৯ টাকায়।
এবার এপেক্স দুই হাজার নতুন স্টাইলের জুতা এনেছে। নারী, পুরুষ ও শিশুদের জুতায় স্টাইল ও আরাম দুই দিকই প্রাধান্য দিয়েছে ব্র্যান্ডটি। এপেক্সের হেড অব মার্কেটিং রায়হান কবির জানান, পাম্প শু, মিউল স্যান্ডেল, ওয়েজ হিলের পাশাপাশি অনুষ্ঠানে পরার জন্য পার্টি শু এনেছে এপেক্স। পাথরের কাজ করা ব্লক হিল, অ্যাংকেল স্ট্রাপ হিল, স্টিলেটো পার্টি সাজে অভিজাত লুক এনে দেবে। ছেলেদের জন্য চামড়ার স্যান্ডেল, ভেলক্রো, মেটাল বাকলের ব্যাকবেল্ট স্যান্ডেল, বিভিন্ন প্যাটার্নের আপার ডিজাইনের মিউল স্যান্ডেল এনেছে তারা। এ ছাড়া ডার্বি ফর্মাল শু, ক্যাজুয়াল শু, লোফার ও বুট শুতে নতুন আঙ্গিক দিয়েছে। ছোটদের জন্য বাহারি নকশার পাম্প শু, স্লিপার, স্যান্ডেল, লোফার ও শু পাওয়া যাবে। সব বয়সির জুতা পাওয়া যাবে ৩৯৯ থেকে ১৬ হাজার টাকার মধ্যে।
এ ছাড়া ঈদের নতুন জুতা এনেছে লেদারেক্স, লা মোড, টপ টেন, ভাইব্রেন্ট, বে, অরিয়ন, লোটোসহ বিভিন্ন ব্র্যান্ড। এসব ব্র্যান্ডে ছেলেদের জুতা ৪০০ থেকে ২০ হাজার টাকা, মেয়েদের জুতা ৩৫০ থেকে ১৪ হাজার টাকা এবং ছোটদের জুতা ৪০০ থেকে ১২ হাজার টাকায় কিনতে পাওয়া যাবে।
ঈদে লা রিভের ট্রেন্ডি জুতা
মুভমেন্ট বা গতিময়তার প্রেরণায় ঈদের দারুণ একটি কালেকশন লঞ্চ করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। পোশাকের পাশাপাশি ব্র্যান্ডটি এবার নতুনভাবে ঢেলে সাজিয়েছে তাদের জুতার কালেকশন। অফিস হোক, পার্টি হোক কিংবা ঘুরতে যাওয়ায় জুতার চাহিদা থাকে সবার ওপরে। ফ্যাশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে জুতার ফ্যাশনেও কিছুটা পরিবর্তন হয়। এমনই ট্রেন্ডি জুতা নিয়ে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ তাদের ঈদ কালেকশনটি সাজিয়েছে। এবারের ঈদ উপলক্ষে ছেলে ও মেয়ে উভয়ের জন্য এই কালেকশনে থাকছে ট্রেন্ডি সব জুতা।
উৎসবের আমেজকে আরো আকর্ষণীয় করতে লা রিভ মেয়েদের জন্য নিয়ে এসেছে কারচুপির কাজ করা নজরকাড়া জুত্তি। এ ছাড়া আছে মিউল জুতা। এই আবহাওয়ায় এবার ঈদ ফ্যাশনে হালকা ধরনের মিউল জুতা আরামের সঙ্গে দিতে পারে স্টাইলিশ লুক।
শাড়ি ও সালোয়ার–কামিজের সঙ্গে পরার জন্য লেডিস স্যান্ডেল, ব্লক হিল, হাই হিল ডিজাইন করেছে লা রিভ। অন্যদিকে টিউনিক ড্রেসের সঙ্গে পরার জন্য এই কালেকশনে আছে ফেব্রিক স্লিপার। ঈদ কালেকশনে এবারের নতুনত্ব হলো ফেব্রিক দিয়ে তৈরি এই স্লিপার জুতা। ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরার জন্য আছে ফ্লিপ-ফ্লপ।
ঈদ মানেই উৎসব, আনন্দ আর নতুন পোশাক-জুতার সাজসজ্জা। শুধু স্টাইল নয়, আরামও যেন থাকে সমান গুরুত্বের তালিকায়। দীর্ঘসময় দাওয়াত, আড্ডা কিংবা ঘোরাঘুরির জন্য চাই এমন পোশাক ও জুতা, যা দেখতে আকর্ষণীয়।
আরামদায়ক এবং ট্রেন্ডি পোশাক-জুতার সমন্বয়ই পারে ঈদের আনন্দকে দ্বিগুণ করতে। আমরা প্রায়ই পোশাকের দিকে বেশি মনোযোগ দিই এবং জুতার গুরুত্ব কিছুটা এড়িয়ে যাই। অথচ সঠিক জুতা ছাড়া পুরো ফ্যাশন লুক অসম্পূর্ণ থেকে যায়।
সরেজমিনে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান, ফুটপাত ও শপিংমল ঘুরে এবং জুতার দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে কারচুপি ও চুমকির কারুকাজ করা জমকালো জুতা। এ ছাড়া এই বছর লোফারও বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্ন দুই ধরনের পোশাকের সঙ্গেই মানানসই কিছু খুঁজছেন।
রাজধানীর নিউমার্কেটের ব্রাদার্স সু’জ কালেকশনের বিক্রয়কর্মী নাদিম আমার দেশকে জানান, এবারের ঈদ ফ্যাশনে লেদার বা সুয়েড লোফার জুতা ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে। এ ধরনের জুতা পাঞ্জাবির সঙ্গে পরলে বেশ ক্লাসি লুক আসে। যারা ঈদে একটু ক্যাজুয়াল অথচ ট্রেন্ডি থাকতে চান, তাদের জন্য মিনিমালিস্ট স্যান্ডেল দারুণ অপশন। পাশাপাশি স্নিকার্সের চাহিদাও বেড়েছে।
পাঞ্জাবি বা কুর্তার সঙ্গে স্নিকার্স পরলে একটা ইউনিক অথচ স্টাইলিশ লুক পাওয়া যায়। সফট ইনসোল এবং ফ্লেক্সিবল ডিজাইনের জুতা যারা পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শও বলে মনে করেন বিক্রয়কর্মী নাদিম। কালো বা ব্রাউন লেদার জুতা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে ভালো মানায়। প্যাস্টেল বা হালকা রঙের পোশাকের সঙ্গে হালকা রঙের লোফার বা স্নিকার্স ভালো দেখায়। অল ব্ল্যাক বা অল হোয়াইট লুকের জন্য ম্যাচিং জুতা বেছে নিলে ফ্যাশনের ধার বজায় থাকে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা নাজমা ইকবাল আমার দেশকে বলেন, ফরমাল কিংবা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে মানানসই জুতা বেছে নেওয়া ঈদের সাজকে আরো পরিপূর্ণ করে তুলবে। ঈদে শুধু স্টাইল নয়, আমি মনে করি নিজের আরামের কথাও মাথায় রাখা জরুরি। আরামদায়ক এবং ট্রেন্ডি পোশাক-জুতার সমন্বয়ই পারে ঈদের আনন্দকে দ্বিগুণ করতে। সঠিক জুতা ঈদের ফ্যাশনকে পরিপূর্ণ করে তোলে বলে জানালেন নাজমা ইকবাল।
নতুন নকশার জুতা নিয়ে এসেছে ব্র্যান্ডগুলো
প্রতি বছর ঈদ উপলক্ষে নতুন নতুন নকশার জুতা নিয়ে আসে ব্র্যান্ডগুলো। এবারও বৈচিত্র্যময় নকশা এবং আরামদায়ক ম্যাটেরিয়ালের জুতায় সেজে উঠেছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো। কেউ কেউ আগাম পছন্দ করে রাখছেন ঈদের আগে কিনবেন বলে। এবার অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচার, আরামদায়ক আপারসহ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে বেশি মনোযোগ দিয়েছে জুতার ব্র্যান্ডগুলো।
ঈদ উপলক্ষে বাটা নিয়ে এসেছে নতুন কালেকশন—স্টারলাইট। দৃষ্টিনন্দন ও নতুন নকশায় তৈরি জুতাগুলো স্টাইল ও আরাম দুটোই নিশ্চিত করবে বলে জানালেন বাটার হেড অব মার্কেটিং নূসরাত হাসান। আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতার সঙ্গে এবার ঈদে নতুন আরো এক হাজারের বেশি ডিজাইনের জুতা এনেছে বাটা।
নারীদের জন্য ক্রিস্টাল ট্রেন্ডিং হিল এনেছে ব্র্যান্ডটি। পুরুষদের জন্য নতুন ডিজাইনের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেলসহ গরমে উপযোগী জুতা এনেছে। এ ছাড়া ছেলেদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের লেদার রেঞ্জ সংগ্রহ এনেছে তারা।
সবার কথা ভেবে জুতার দাম সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করেছে ব্র্যান্ডটি। স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতার দাম পড়বে ৪৯৯ থেকে শুরু করে ১৬ হাজার ৯৯৯ টাকা। নারীদের জুতার দাম ৪৯৯ থেকে শুরু করে ৫ হাজার ৯৯৯ টাকা। শিশুদের জুতা পাওয়া যাবে ৪৯৯ থেকে ৩ হাজার ৯৯৯ টাকায়।
এবার এপেক্স দুই হাজার নতুন স্টাইলের জুতা এনেছে। নারী, পুরুষ ও শিশুদের জুতায় স্টাইল ও আরাম দুই দিকই প্রাধান্য দিয়েছে ব্র্যান্ডটি। এপেক্সের হেড অব মার্কেটিং রায়হান কবির জানান, পাম্প শু, মিউল স্যান্ডেল, ওয়েজ হিলের পাশাপাশি অনুষ্ঠানে পরার জন্য পার্টি শু এনেছে এপেক্স। পাথরের কাজ করা ব্লক হিল, অ্যাংকেল স্ট্রাপ হিল, স্টিলেটো পার্টি সাজে অভিজাত লুক এনে দেবে। ছেলেদের জন্য চামড়ার স্যান্ডেল, ভেলক্রো, মেটাল বাকলের ব্যাকবেল্ট স্যান্ডেল, বিভিন্ন প্যাটার্নের আপার ডিজাইনের মিউল স্যান্ডেল এনেছে তারা। এ ছাড়া ডার্বি ফর্মাল শু, ক্যাজুয়াল শু, লোফার ও বুট শুতে নতুন আঙ্গিক দিয়েছে। ছোটদের জন্য বাহারি নকশার পাম্প শু, স্লিপার, স্যান্ডেল, লোফার ও শু পাওয়া যাবে। সব বয়সির জুতা পাওয়া যাবে ৩৯৯ থেকে ১৬ হাজার টাকার মধ্যে।
এ ছাড়া ঈদের নতুন জুতা এনেছে লেদারেক্স, লা মোড, টপ টেন, ভাইব্রেন্ট, বে, অরিয়ন, লোটোসহ বিভিন্ন ব্র্যান্ড। এসব ব্র্যান্ডে ছেলেদের জুতা ৪০০ থেকে ২০ হাজার টাকা, মেয়েদের জুতা ৩৫০ থেকে ১৪ হাজার টাকা এবং ছোটদের জুতা ৪০০ থেকে ১২ হাজার টাকায় কিনতে পাওয়া যাবে।
ঈদে লা রিভের ট্রেন্ডি জুতা
মুভমেন্ট বা গতিময়তার প্রেরণায় ঈদের দারুণ একটি কালেকশন লঞ্চ করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। পোশাকের পাশাপাশি ব্র্যান্ডটি এবার নতুনভাবে ঢেলে সাজিয়েছে তাদের জুতার কালেকশন। অফিস হোক, পার্টি হোক কিংবা ঘুরতে যাওয়ায় জুতার চাহিদা থাকে সবার ওপরে। ফ্যাশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে জুতার ফ্যাশনেও কিছুটা পরিবর্তন হয়। এমনই ট্রেন্ডি জুতা নিয়ে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ তাদের ঈদ কালেকশনটি সাজিয়েছে। এবারের ঈদ উপলক্ষে ছেলে ও মেয়ে উভয়ের জন্য এই কালেকশনে থাকছে ট্রেন্ডি সব জুতা।
উৎসবের আমেজকে আরো আকর্ষণীয় করতে লা রিভ মেয়েদের জন্য নিয়ে এসেছে কারচুপির কাজ করা নজরকাড়া জুত্তি। এ ছাড়া আছে মিউল জুতা। এই আবহাওয়ায় এবার ঈদ ফ্যাশনে হালকা ধরনের মিউল জুতা আরামের সঙ্গে দিতে পারে স্টাইলিশ লুক।
শাড়ি ও সালোয়ার–কামিজের সঙ্গে পরার জন্য লেডিস স্যান্ডেল, ব্লক হিল, হাই হিল ডিজাইন করেছে লা রিভ। অন্যদিকে টিউনিক ড্রেসের সঙ্গে পরার জন্য এই কালেকশনে আছে ফেব্রিক স্লিপার। ঈদ কালেকশনে এবারের নতুনত্ব হলো ফেব্রিক দিয়ে তৈরি এই স্লিপার জুতা। ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরার জন্য আছে ফ্লিপ-ফ্লপ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
১ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
২ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে