নগদের ওপর বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই: মুখপাত্র

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৭ মে ২০২৫, ২১: ৩৬

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। শনিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আরিফ হোসেন খান বলেন, গত ৫ আগস্টের পর নগদ পরিচালনার সঙ্গে যুক্তরা সবাই পালিয়ে যায়। দুই কোটির মতো গ্রাহকের এরকম একটি প্রতিষ্ঠান যেন সমস্যায় না পড়ে সে জন্য প্রশাসক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। দু’একজন ব্যক্তির কারণে যেন এরকম একটি প্রতিষ্ঠান দূর্বল হয়ে না পড়ে, সাধারণ মানুষের আর্থিক বিষয়গুলো ঝুঁকির মধ্যে না পড়ে সেটি মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ ও একটি ব্যবস্থাপনা পর্ষদ গঠন করে পরিচালনা করে আসছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এই কার্যক্রমের বিপক্ষে যারা ছিলেন তারা একটি রিট করেন। গত ফেব্রুয়ারিতে তাদের রিট খারিজ করেন হাইকোর্ট। এর মাধ্যমে প্রশাসক নিয়োগ আদালতের বৈধতা পায়। হাইকোর্টের সিদ্ধান্তের ওপর চেম্বার জজ আদালতে আপিল করেন তারা।

আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংক এমএফএস পরিচালনার জন্য অনাপত্তি দিয়েছিল পোস্ট অফিসকে। পোস্ট অফিস তৃতীয় পক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনা করছিলো। একসময় পোস্ট অফিস উধাও হয়ে, তৃতীয় পক্ষ সব পরিচালনা করেছে। সাধারণ মানুষের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নেই। শুধুমাত্র লুটপাটের অশুভ উদ্দেশ্য নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করে আসছিলো। বাংলাদেশ ব্যাংক কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এই প্রতিষ্ঠান নিজেদের দখলে রাখা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য না। কেউ যেন সাধারণ মানুষের অর্থ আত্মসাতের সুযোগ না পাই সে প্রেক্ষাটে সাময়িক সময়ের জন্য টেকওভার করে প্রশাসক ও ব্যবস্থাপনা পর্ষদ গঠন করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এই প্রতিষ্ঠানের পরিচালনা ছেড়ে দিয়ে আসবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত