বিজিএমইএর নির্বাচনে বিপুল ভোটে ফোরামের বিজয়

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০০: ৩৩
আপডেট : ০১ জুন ২০২৫, ০১: ১৫

দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএতে প্রশাসক নিয়োগের সাত মাস পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির পরিচালনা পর্ষদের ৩৫ পরিচালক পদের ৩১টিতে ফোরাম, ৪টিতে সম্মিলিত প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ভোটের ফলাফলে দেখা গেছে, ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছেন ফোরামের প্রার্থীরা। আর চট্টগ্রামে ৯টি পরিচালক পদের মধ্যে ফোরাম থেকে জয়ী হয়েছেন ৬ জন। অর্থাৎ জয় পাওয়া ৩৫ জনের মধ্যে ৩১ জনই ফোরামের। বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র ৪ জন।

বিজ্ঞাপন

এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান। আর ঢাকায় সম্মিলিত পরিষদের একমাত্র জয়ী প্রার্থী বিজিএমইএ'র সাবেক সভাপতি ফারুক হাসান। ভোট গণনা শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন বোর্ড।

ফোরাম জোট ঢাকায় ২৫টি এবং চট্টগ্রামে ৬টি পরিচালক পদ পেয়েছে। আর সম্মিলিত পরিষদ ঢাকায় ১টি এবং চট্টগ্রামে ৩টি পরিচালক পদ পেয়েছে। এছাড়া ঐক্য জোটের সব প্রার্থী হেরেছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলে। ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

২০২৫-২৭ মেয়াদের এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্যানেলের ৭৬ প্রার্থী। এর মধ্যে পূর্ণ প্যানেলে লড়াই করে প্রধান দুটি জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম। এবার মোট ভোটার ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৩১ জন। যা মোট ভোটের প্রায় ৮৮ শতাংশ।

ভোট চলাকালীন সময় সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ও বিএনপি'র কেন্দ্রীয় নেতা মো. আবুল কালাম জানান, ফলাফল যাইহোক, কাজ করবেন পোশাক শিল্পের উন্নয়নে, কাঁধে কাঁধ মিলিয়ে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু জানান, ভোটারদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, যেকোনো মূল্যে।

বিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল জানান, এই নির্বাচনে সবাই সহযোগিতা করেছেন। কেউ আইন অমান্য করেননি, বিশৃঙ্খলা সৃষ্টি করেননি।

বিজিএমইএ নির্বাচন পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, বিজিএমইএ নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল। আগামী দিনে এভাবেই নিরাপত্তা বলয় গড়ে তুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত