কাজে ফিরেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১: ৫৫
আপডেট : ২৬ মে ২০২৫, ১২: ২৬

টানা কর্মবিরতি শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর বিলুপ্তিতে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে কলমবিরতি, অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল রোববার সন্ধ্যায় অর্থমন্ত্রণালয় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীসহ বিশেষায়িত বিভাগ হিসাবে গড়ে তোলার ব্যাপারে আশ্বাস দেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঐক্য পরিষদের একজন নেতা আমার দেশকে বলেন, আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি। ফলে আজ সকাল থেকেই সবাই কাজে ফিরেছে এবং স্বাভাবিক কর্মকাণ্ড চলছে। তবে এনবিআরের চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছে পরিষদ। তার বিরুদ্ধে অসহযোগিতা কর্মসূচি অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত