সেমিনারে বিজিএমইএ সভাপতি

ট্যারিফ আলোচনায় থাকতে চেয়ে আমলাদের বিরাগভাজন হয়েছি

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৪: ৫০
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৪: ৫৮
ছবি: ভিডিও থেকে নেয়া

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, ট্যারিফ আলোচনায় আমরা থাকতে চেয়ে বিরাগভাজন হয়েছি।

বিজ্ঞাপন

রোববার সিপিডি আয়োজিত অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রশ্ন করা হয় আমরা এলডিসি নিয়ে আমাদের প্রস্তুতি নেই কেন। আমরা তো সাধারণ ট্যারিফ আলোচনায় অংশ নিতে চেয়ে আমলাদের বিরাগভাজন হয়েছি। অথচ আমরা সবচেয়ে বড় স্টেকহোল্ডার। আমাদের সঙ্গে কথা বললে যেন উনাদের কি হয়ে যায়।

তিনি বলেন, সরকার বিজিএমইএর জন্য ৫০ কোটির একটি দক্ষতা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এর অর্ধেক প্রশিক্ষণ প্রোগ্রামই ভুয়া। সিসিপ নামের প্রকল্পটি ৫ বছরে শেষ হওয়ার কথা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত