সাংবাদিকদের প্রশিক্ষণে বিএসইসি কমিশনার

খেলার জন্য প্রস্তুত পুঁজিবাজারের মাঠ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২০: ২২

বর্তমানে পুঁজিবাজারের মাঠ খেলার জন্য পুরো প্রস্তুত। যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এম. আলী আকবর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনি খেলতে আসছেন না কেন? কোন ধরণের মাঠ চান? যে মাঠে ফাউল হবে আপনি সে মাঠে খেলতে চান? কিন্তু কমিশন ফাউল খেলার মাঠ নয়, একটি বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করছে। আমরা চাই বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন। আর পুঁজিবাজারও যেন উন্নতি করে।

শুক্রবার সাভারের ব্র্যাক সিডিএম’-এ দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, সংস্থাটির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন, ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএম) সভাপতি এসএম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যদের জন্য বিএসইসি দুই দিনের আবাসিক এই কর্মশালাটি আয়োজন করে। কর্মশালার শুরুতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিশনের সহকারী পরিচালক শহীদুল ইসলাম।

নতুন কমিশন অনেক জরিমানা করছে এমন সমালোচনার প্রেক্ষিতে বিএসইসি কমিশনার বলেন, আমরা বিশ্বাস করি এনফোর্সমেন্টের প্রয়োজন। এই মাকেটের ব্যাপারে কোনো ধরণের নেতিবাচক ভুমিকা বর্তমান বিএসইসি’র নেই। আমরা চাই মার্কেট ভাল হোক।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বিএসইসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাজার উন্নয়নে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।

দু'দিনের এ প্রশিক্ষণে সিএমজেএফের ৫৫ জন সদস্য অংশ নিচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত