
আমার দেশ অনলাইন

ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম বুধবার এশিয়ার বাজারে আউন্সে ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। যা বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ কেনায় আগ্রহী হচ্ছেন। এর ফলেই দাম ঊর্ধ্বমুখী, বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া দেশটির শেয়ারবাজারের কিছু অংশের মূল্য যখন অনেক বেশি মনে হচ্ছে এবং যেকোনো সময় তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, তখন বিনিয়োগকারীরা সেই বাজার ছেড়ে তুলনামূলকভাবে নিরাপদ সম্পদ যেমন স্বর্ণের দিকে ঝুঁকছেন।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক সংকটসহ নানা উদ্বেগের কারণে ব্যবসায়ীরা সারা বছর ধরে স্বর্ণের বিনিয়োগ করছেন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৫০ শতাংশেরও বেশি বেড়ে গেছে।
এই সপ্তাহে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাও স্বর্ণের বিনিয়োগের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। দেশটিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর সাবেক প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানাতে অনুরোধ করেছেন। বিশ্বের বিভিন্ন স্থানে এই ধরনের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি বিনিয়োগকারীদের আরও বেশি করে স্বর্ণ বা ‘নিরাপদ আশ্রয়’ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণ, বুধবার ৪,০০৬.৬৮ মার্কিন ডলারে তার সর্বোচ্চ দরে আরোহণ করে।
এদিকে, আরেক মূল্যবান ধাতু রূপাও রেকর্ড দর থেকে মাত্র কয়েক ডলার নিচে অবস্থান করছে। এই প্রবণতা বাজারের অস্থিরতা এবং এসবে ব্যাপক বিনিয়োগের ইঙ্গিত দেয়।
সূত্র : এএফপি

ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম বুধবার এশিয়ার বাজারে আউন্সে ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। যা বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ কেনায় আগ্রহী হচ্ছেন। এর ফলেই দাম ঊর্ধ্বমুখী, বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া দেশটির শেয়ারবাজারের কিছু অংশের মূল্য যখন অনেক বেশি মনে হচ্ছে এবং যেকোনো সময় তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, তখন বিনিয়োগকারীরা সেই বাজার ছেড়ে তুলনামূলকভাবে নিরাপদ সম্পদ যেমন স্বর্ণের দিকে ঝুঁকছেন।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক সংকটসহ নানা উদ্বেগের কারণে ব্যবসায়ীরা সারা বছর ধরে স্বর্ণের বিনিয়োগ করছেন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৫০ শতাংশেরও বেশি বেড়ে গেছে।
এই সপ্তাহে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাও স্বর্ণের বিনিয়োগের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। দেশটিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর সাবেক প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানাতে অনুরোধ করেছেন। বিশ্বের বিভিন্ন স্থানে এই ধরনের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি বিনিয়োগকারীদের আরও বেশি করে স্বর্ণ বা ‘নিরাপদ আশ্রয়’ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণ, বুধবার ৪,০০৬.৬৮ মার্কিন ডলারে তার সর্বোচ্চ দরে আরোহণ করে।
এদিকে, আরেক মূল্যবান ধাতু রূপাও রেকর্ড দর থেকে মাত্র কয়েক ডলার নিচে অবস্থান করছে। এই প্রবণতা বাজারের অস্থিরতা এবং এসবে ব্যাপক বিনিয়োগের ইঙ্গিত দেয়।
সূত্র : এএফপি

রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় ব্যাংক সোনালী। ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেন শওকত আলী খান।
১ ঘণ্টা আগে
সংস্থাটি বলছে, মসলাজাতীয় এই পণ্যের কেজিপ্রতি মূল্য সর্বোচ্চ ১১০ টাকা ওঠায় দ্রুত আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। সুপারিশটি গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব ও কৃষি সচিবের কাছে পাঠিয়েছে বিটিটিসি।
৫ ঘণ্টা আগে
এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা এবং আর্থিক ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণ বিষয়ে ধারণা বাড়ানো। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের এসএমই খাতে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হয়।
১৫ ঘণ্টা আগে
আইসিবি ইসলামিক ব্যাংকের ১৫ দিনব্যাপী ‘সেবাপক্ষ ২০২৫’ উদ্বোধন হয়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে এ সেবাপক্ষ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান।
২০ ঘণ্টা আগে