আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাইয়ে ব্যবসায় সূচক বাড়লো ৮.৪

অর্থনৈতিক রিপোর্টার

জুলাইয়ে ব্যবসায় সূচক বাড়লো ৮.৪

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের ব্যবসা পরিস্থিতি জুনের তুলনায় বেড়েছে। জুলাই মাসে পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) সূচক জুন মাসের তুলনায় ৮.৪ পয়েন্ট বেড়ে ৬১.৫-এ পৌঁছেছে। অর্থাৎ এ মাসে দেশের ব্যবসা পরিবেশ আরও উন্নত হয়েছে।

বিজ্ঞাপন

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে বৃহস্পতিবার (৭ আগস্ট) ‘বাংলাদেশ পারচেসিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)’এর জুলাই মাসের প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশের মোট পিএমআই সূচক জুন মাসের তুলনায় ৮.৪ পয়েন্ট বেড়ে ৬১.৫-এ পৌঁছেছে। এটি ব্যবসায় দ্রুত সম্প্রসারণের হার নির্দেশ করে।

জুলাই মাসের পিএমআই সূচকের এই উর্ধ্বগতি মূলত শিল্প ও সেবাখাতের দ্রুত সম্প্রসারণ, কৃষিখাতের ধীরগতির সম্প্রসারণ এবং নির্মাণখাতের পুনরায় সম্প্রসারণ পর্যায়ে ফিরে আসার কারণে হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের কৃষি খাত টানা ১০ম মাসের মতো সম্প্রসারণ বজায় রেখেছে। তবে এ খাতটি এগোচ্ছে ধীর গতিতে। এই খাতের নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচ সূচকগুলো ধীরেই বেড়েছে। তবে অর্ডার ব্যাকলগ সূচকটি দ্রুত সম্প্রসারণে ছিল। এ খাতের কর্মসংস্থান সূচকটি দ্বিতীয় মাসের জন্য সংকোচনের দিকেই ছিল এবং আগের তুলনায় আরও দ্রুত হারে।

শিল্পখাত টানা ১১তম মাসের মতো সম্প্রসারণ বজায় রেখেছে। এ খাত আগের তুলনায় দ্রুতগতিতে। এই খাতের নতুন অর্ডার, উৎপাদন, ইনপুট ক্রয়, প্রস্তুত পণ্য, আমদানি, ইনপুট মূল্য, সরবরাহকারী ডেলিভারি ও অর্ডার ব্যাকলগ সূচকগুলো সম্প্রসারণ দেখিয়েছে। তবে নতুন রপ্তানি ও কর্মসংস্থান সূচক দুটি সংকোচনের অবস্থানে ছিল।

নির্মাণ খাত গত মাসে প্রথমবারের মতো সংকোচনের মধ্যে ছিল, তবে জুলাই মাসে এটি আবার সম্প্রসারণের দিকে ফিরে এসেছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম, ইনপুট খরচ ও অর্ডার ব্যাকলগ সূচকগুলো সম্প্রসারণে ছিল। তবে কর্মসংস্থান সূচকটি টানা তৃতীয় মাসের জন্য সংকোচনে ছিল।

সেবাখাত টানা ১০ম মাসের জন্য সম্প্রসারণে ছিল এবং আগের চেয়ে দ্রুত গতিতে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান, ইনপুট খরচ এবং অর্ডার ব্যাকলগ সূচকগুলো সকলই সম্প্রসারণে ছিল।

ভবিষ্যৎ ব্যবসা সূচক এর ক্ষেত্রে কৃষি, শিল্প ও সেবাখাতে ধীর সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে, তবে নির্মাণ খাতে দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেখা গেছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, সাম্প্রতিক পিএমআই সূচক নির্দেশ করছে যে জুলাই মাসে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সম্প্রসারিত হয়েছে, বিশেষ করে সেবা ও শিল্প খাতের প্রবৃদ্ধির কারণে – যেখানে রপ্তানি জুলাই মাসে সর্বকালের সর্বোচ্চ ৪.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে কৃষি খাত জুলাই মাসে ধীর সম্প্রসারণে ছিল, যা মূলত মৌসুমি শূন্যতা ও বর্ষাকালীন ব্যাঘাতের কারণে হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন