আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

অর্থনৈতিক রিপোর্টার

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। সাধারণত একনেক সভা শেষে উপদেষ্টাদের এ ধরনের বৈঠক হয় না।

শনিবার দুপুরে পরিকল্পনা কমিশনে একনেক বৈঠক শেষে সব সচিবরা একে একে বের হয়ে যাওয়ার পর এ বৈঠক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন। সম্মেলনকক্ষের বাইরে পতাকাবাহী ১৯টি গাড়ি দেখা গেছে।

এর আগে এনইসি সম্মেলনকক্ষে বেলা ১১টায় একনেক সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে সভা শেষ হয়। বৈঠকে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৮৫১ কোটি টাকা।

সভা সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনাসচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন